ঢাকাবৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

অপরাধী শনাক্তে সহায়তা করবে স্মার্ট কার্ড

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ০২ অক্টোবর ২০১৬ , ১১:৫৫ এএম


loading/img

অপরাধীকে দ্রুত শনাক্ত করতে সহায়তা করবে স্মার্ট জাতীয় পরিচয়পত্র। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজ্ঞাপন

স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

রোববার সকাল ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসময় তিনি তার স্মার্ট জাতীয় পরিচয়পত্র নেন।

বিজ্ঞাপন

শেখ হাসিনা বলেন, স্মার্টকার্ডের ডাটার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যেন এর কোনো অপব্যবহার না হয়। কেউ যেন ডাটা ব্যবহার করে কোনো অপরাধ ঘটাতে না পারেন, সতর্ক থাকতে হবে এটি নিয়ে।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তব, এটি প্রমাণিত হলো। এ উন্নত কার্ডই সব রকম সেবা দেবে। এটি জাতি হিসেবে ‍আমাদের আরো উন্নত করবে। নির্বাচন কমিশন (ইসি) জানায়, রোববার থেকে বিদ্যমান লেমিনেটেড জাতীয় পরিচয়পত্রের বদলে ১০ কোটি নাগরিকের মধ্যে মেশিন রিডেবল স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হবে। ইসি স্মার্ট কার্ড বিতরণের সময় কার্ডধারীদের ১০ আঙুলের ছাপ এবং বর্ণালি ছবিসহ বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করবে।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর স্মার্ট জাতীয় পরিচয়পত্র জাতীয় ক্রিকেট দলের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন
Advertisement

প্রথম দিকে রাজধানী ঢাকার দু’টি সিটি করপোরেশন ও কুড়িগ্রামে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কাজ শুরু হবে।

এপি/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |